শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা
সফল মানুষ

ভুট্টা চাষে সফল বীরগঞ্জের আবুল কাসেম

এবার বর্ষা মৌসুমে পরীক্ষামূলক ভুট্টা চাষ করে সফলতা পেয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষক আলহাজ মো. আবুল কাসেম।

বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত মো. সমির উদ্দিনের ছেলে আলহাজ আবুল কাসেম শাহ্ ৫০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে ভুট্টা চাষ করেছেন। স্থানীয় বাজার থেকে প্লাটিনা জাতের ভুট্টা বীজ সংগ্রহ করে বপন করেন। ফলন পেতে সময় লাগে ৯০ দিন। গত ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভুট্টা কাটা হয়।

আবুল কাসেম শাহ্ জানান, এবারই প্রথম ৫০ শতাংশ জমিতে পরীক্ষামূলক প্লাটিনা জাতের ভুট্টা চাষ করেছি। কৃষি অফিসের সহযোগিতায় এ চাষে ব্যয় হয় মাত্র ৮ হাজার টাকা। কারণ খেতে সেচ দিতে হয়নি। ৫০ শতাংশ জমিতে ১ মেট্রিক টন ভুট্টা ফলন হয়েছে। বর্তমান বাজারে প্রতি কেজি ১৮ টাকা দরে ১ মেট্রিক টন ভুট্টার দাম ১৮ হাজার টাকা। নিট লাভ থাকবে প্রায় ১০ হাজার টাকা। তিনি জানান, এ সময়ে খুব একটা কাজ না থাকায় শ্রমিকরাও আর্থিকভাবে উপকৃত হবে। বর্ষা মৌসুমে ভুট্টা চাষে কৃষককে উদ্বুদ্ধ করা হলে কোনো জমি আর পড়ে থাকবে না। এ জমিতে আগাম আলু চাষের প্রস্তুতি গ্রহণ করেছি। বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস জানান, ব্যক্তি উদ্যোগে আবুল কাসেম ভুট্টা চাষ করেছেন। তিনিই একমাত্র ব্যক্তি বর্ষা মৌসুমে ভুট্টা চাষ করেছেন। এ সময়ে ভুট্টা চাষ ঝুঁকি। কারণ আবহাওয়ার কারণে ক্ষতির আশঙ্কা বেশি। তবে ব্যাপক সফলতা পাওয়ায় কৃষকের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।

সর্বশেষ খবর