রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা
সরকারকে আল্লামা শফী

কওমি মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন

সরকারের কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ ২০১৩ গঠনের উদ্যোগ প্রত্যাখ্যান করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) চেয়ারম্যান আল্লামা আহমদ শফী ও মহাসচিব মাওলানা আবদুল জব্বার বলেছেন, কওমি মাদ্রাসা নিয়ে সব ষড়যন্ত্র বন্ধ করুন। গতকাল এক যৌথ বিবৃতিতে তারা আরও বলেন, যে শিক্ষা কমিশনের রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই কমিশনের চেয়ারম্যানসহ অধিকাংশ সদস্য শুরুতেই তা প্রত্যাখ্যান করেছিলেন। তারা কমিশনের কোনো সভায়ও উপস্থিত হননি। এমনকি তারা এ সম্পর্কে নূ্যনতম অবহিতও নন। তারপরও বেফাকের চেয়ারম্যান আল্লামা আহমাদ শফীর নাম ব্যবহার করে সাধারণ আলেম-ওলামার মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তারা বলেন, একটি জালিয়াতিমূলক রিপোর্টের ভিত্তিতে কি করে সরকার কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করল সরকারের প্রতি এটি আমাদের জিজ্ঞাসা। বেফাকসহ দেশের সব কওমি মাদ্রাসার প্রতিনিধিরা বার বার বিষয়টি প্রত্যাখ্যান করার পরও সরকার নিজস্ব কিছু আজ্ঞাবহ আলেম দ্বারা কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেন, কওমি মাদ্রাসা সম্পূর্ণ দ্বীনি জ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা। যে খসড়া আইনটি পাস করতে চাওয়া হচ্ছে তার কিয়দাংশও বাস্তবায়িত হলে কওমি মাদ্রাসার স্বকীয়তা ও আদর্শের বিলুপ্তি ঘটবে। ধর্মের স্বাধীন চর্চার পথ বন্ধ হবে। সরকার যদি এ কওমি মাদ্রাসার ওপর কর্তৃপক্ষ গঠন চাপিয়ে দিতে চায় তাহলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে ওঠবে।

সর্বশেষ খবর