শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

দশ নয়, ওরা ১১ জন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ১০টি নয়, ১১টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে একজন করে প্রার্থীর পক্ষে। ওইসব আসনে তৃণমূলের সিদ্ধান্তেই এমন ঘটনা ঘটেছে। রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতারা। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ৫ আসনে ওবায়দুল কাদের, ঢাকা বিভাগের জামালপুর-৩ এ মীর্জা আজম, মাদারীপুর-১ এ নূর-ই আলম চৌধুরী লিটন, ঢাকা-৩ এ নসরুল হামিদ বিপু, বরিশাল বিভাগের ঝালকাঠি-২ এ মন্ত্রী আমির হোসেন আমু, বরিশাল-১ এ আবুল হাসানাত আবদুল্লাহ, খুলনা বিভাগের বাগেরহাট-১ এ শেখ হেলাল উদ্দিন ও রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, জয়পুরহাট-২ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন দল থেকে এককভাবে প্রার্থী হয়েছেন।

সর্বশেষ খবর