শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
মনোনয়ন পেলেন বাহাউদ্দিন নাছিম

কালকিনিতে আবুল হোসেন সমর্থকদের অবরোধ-ভাঙচুর

মাদারীপুর-৩ (কালকিনি ও সদরের একাংশ) আসনের এমপি সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মনোনয়নের খবরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সৈয়দ আবুল হোসেনের সমর্থকরা। সন্ধ্যায় খবর পেঁৗছানের পর সাড়ে ৭টা থেকে মিছিল শুরু করে আবুল হোসেনের সমর্থক উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা। এ সময় তারা কালকিনি-ভুরঘাটা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। ইতিপূর্বে কেন্দ্রীয়ভাবে সৈয়দ আবুল হোসেনের সঙ্গে বিকল্প প্রার্থী হিসেবে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম প্রস্তাব করায় আওয়ামী লীগের ক্ষুুব্ধ নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুককে খুঁজছে। তারা উপজেলা চেয়ারম্যানের অফিসে হামলা চালিয়ে ভাঙচুরও করে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাদারীপুর-২ (সদর) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। কিন্তু এ আসন থেকে বর্তমান সংসদ সদস্য শাজাহান খানকে মনোনয়ন দেওয়া হয়। গত মঙ্গলবার নিশ্চিত হওয়ার পর আনন্দ মিছিল করে শাজাহান খানের কর্মী-সমর্থকরা।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা জানান, কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ থেকে মাদারীপুর-৩ (কালকিনি) আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মনোনয়ন নিশ্চিত হয়েছে।

সর্বশেষ খবর