শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
অষ্টম কলাম

মোদির চেয়ারের দাম ৪.২১ লাখ রুপি

ভারতের প্রধানমন্ত্রীর আসন নিয়ে নয় বরং বলা ভালো বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির ব্যবহৃত চেয়ার নিয়েই এখন প্রতিযোগিতা শুরু হয়েছে দলের মধ্যে। এরই মধ্যে অনেকেই দাম চড়িয়েছেন ওই চেয়ার নিজের কাছে রাখতে। কিন্তু কে পাবেন ওই চেয়ার?

ঘটনা সূত্রপাত গত সপ্তাহে। আগ্রায় বিজেপির তরফে আয়োজন করা হয়েছিল 'বিজয় শঙ্খনাদ' র্যালি। মঞ্চে ওইদিন মোদিসহ বিজেপির অনেক নেতাই উপস্থিত ছিলেন। দলের শীর্ষনেতাদের বসার জন্য মঞ্চে চেয়ারেরও ব্যবস্থা করা হয়েছিল। সেদিন সব চেয়ারের জোগান দিয়েছিলেন বিজেপি সমর্থক, ব্যবসায়ী প্রমোদ উপাধ্যায়। কিন্তু যে চেয়ারটিতে সামান্য কয়েক মিনিট বসে মোদি ভাষণ দিয়েছিলেন, জনসভার পর একজন দলীয় কর্মী হঠাৎই সেই চেয়ার কেনার জন্য উৎসুক হয়ে ওঠেন। চেয়ার কেনার জন্য দুই হাজার রুপির প্রস্তাবও দেন তিনি। ব্যস, সেখান থেকেই শুরু। এর পর দর চড়তে থাকে। শেষ পর্যন্ত দাম ওঠে ৪.২১ লাখ রুপি।

প্রমোদ উপাধ্যায় জানিয়েছেন, মোদির সেই চেয়ারটার জন্য সর্বশেষ তাকে ৪.২১ লাখ রুপির প্রস্তাব দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের বিজেপির প্রধান লক্ষ্মীকান্ত বাজপেয়ী এটাকে দলীয় সংস্কৃতির বিরোধী বলে উল্লেখ করেছেন এবং অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করার সুপারিশ করছেন, যাতে দলের মধ্যে কেউ এই চেয়ার না কেনেন।

সর্বশেষ খবর