রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
দিনাজপুরে রুখে দাঁড়াও বাংলাদেশ

অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

রাজনৈতিক সংঘাতের আড়ালে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা হচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে রুখে দাঁড়াও বাংলাদেশের প্রতিনিধিরা।

নির্বাচনী সহিংসতার শিকার দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রাম পরিদর্শন শেষে রুখে দাঁড়াও বাংলাদেশের প্রতিনিধিরা এ আহ্বান জানান। এই গ্রামেই ৫ জানুয়ারির নির্বাচন শেষ হতে না হতেই সংখ্যালঘু সম্প্রদায়সহ নির্বাচনের পক্ষের লোকদের ওপর এবং তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দুষ্কৃতকারীরা। গতকাল সে গ্রাম পরিদর্শন করেন অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে রুখে দাঁড়াও বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্য অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ১৯৭১ সালে যেভাবে এ দেশটিকে একটি বিশেষ ধর্মের দেশ বানানোর চেষ্টা চালানো হয়েছিল, এখনো সেই চেষ্টা অব্যাহত রয়েছে। জাতিগতভাবে একটি সম্প্রদায়কে দেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষকে এগিয়ে আসতে হবে। কর্ণাই গ্রামের পরিস্থিতি উল্লেখ করে প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক আনিসুজ্জামান বললেন, এখানকার মানুষ ত্রাণ ও পুনর্বাসন চায় না-চায় নিরাপত্তা। তাই এসব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণে করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এ জন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বিশিষ্ট সাংবাদিক আবেদ খান বলেন, এখানে যে পরিকল্পিত হামলা হয়েছে। তাতে রুখে দাঁড়ানোর সময় এসেছে। আর এজন্য জনগণের প্রতিরোধের পাশাপাশি প্রশাসন ও সরকারকেও এগিয়ে আসতে হবে। রাজনৈতিক সংঘাতের আড়ালে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা হচ্ছে। কোনোক্রমেই এ ধরনের নৃশংসতা মেনে নেওয়া যায় না। রুখে দাঁড়াও বাংলাদেশের প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ছিলেন, ডা. সারোয়ার আলী, তারেক আলী ও কাবেরী গাইন। এ সময় ওই দলের সঙ্গে ছিলেন দিনাজপুর সদর আসনের এমপি এম ইকবালুর রহিম। রুখে দাঁড়াও বাংলাদেশের প্রতিনিধি দল দিনাজপুরের কর্ণাই গ্রাম পরিদর্শন শেষে গতকাল দুপুরে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর