রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

শুক্রবার শুরু, অংশ নেবে ৩২ জেলার মুসল্লি

টঙ্গী তুরাগ নদের তীরে আগামী শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দেশের ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে মুসলি্লরা আসতে শুরু করেছেন। তবে তারা ইজতেমা মাঠে অবস্থান না নিয়ে আশপাশের এলাকায় দাওয়াতি কাজ করছেন। আয়োজক সূত্র জানায়, প্রথম ধাপে অংশ নেওয়া জেলাগুলো হলো- গাজীপুর, ঢাকা, নরসিংদী, সিরাজগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, নড়াইল, নাটোর, কিশোরগঞ্জ ক ও খ, শেরপুর, দিনাজপুর, হবিগঞ্জ, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, সিলেট, রাজশাহী, জয়পুরহাট, কুষ্টিয়া, যশোহর, চুয়াডাঙ্গা, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, বাগেরহাট, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ভোলা, বরগুনা ও ঝালকাঠি। এসব জেলার মুসলি্লরা ৪০টি খিত্তায় অবস্থান নেবেন। সূত্র জানায়, আগামী শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হবে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এর প্রথম পর্ব। এর পর চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি দুপুরের যে কোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর