রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

যশোরে নবনির্বাচিত এমপিসহ প্রভাবশালী ১০ নেতা বহিষ্কার

দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় নবনির্বাচিত এমপি স্বপন ভট্টাচার্য ও সদ্য সাবেক হুইপ শেখ আবদুল ওহাবসহ প্রভাবশালী ১০ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা আওয়ামী লীগ। গতকাল সকালে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত কার্যকরের জন্য কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে যশোর-২ আসন থেকে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর-৪ আসন থেকে সাবেক হুইপ শেখ আবদুল ওহাব ও যশোর-৫ আসন থেকে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন ভট্টাচার্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে যশোর-৫ আসনে তিনবারের এমপি খান টিপু সুলতানকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বপন ভট্টাচার্য জয়ী হন। বাকি দুটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়লাভ করলেও বিদ্রোহী প্রার্থীর কারণে তাদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়। জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মীর জহুরুল ইসলাম জানান, শেখ আবদুল ওহাব ও স্বপন ভট্টাচার্য দলের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ পদে থেকে শৃঙ্খলা ভেঙে দলীয় প্রার্থীর বিপক্ষে ভোটযুদ্ধে নামায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট করা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম দলীয় কোনো পদে না থাকায় তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। যশোর-৫ আসনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় মনিরামপুর পৌরসভার সাবেক মেয়র আমজাদ হোসেন লাভলুসহ এ উপজেলার আট নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মীর জহুরুল ইসলাম আরও জানান, অভয়নগর ও মনিরামপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে গাফিলতির কারণে যশোরের পুলিশ সুপার জয়দেবকুমার ভদ্রকে যশোর থেকে প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সর্বশেষ খবর