রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

হামলা বন্ধে উদ্যোগ নিন : যুক্তরাষ্ট্র

নির্বাচনের পর সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তা বন্ধে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন সাকি এ আহ্বান জানান।

বাংলাদেশে ভোটের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে ওয়াশিংটন কোনো অবস্থান প্রকাশ করেছে কি না- জানতে চাইলে জেন সাকি বলেন, এসব ঘটনায় আমরা বেশ হতাশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ও রাজনীতিতে যারা নেতৃত্ব দিতে চান, আইন-শৃঙ্খলা নিশ্চিতে তাদের অবশ্যই সব কিছু করতে হবে এবং বিশেষত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতায় সমর্থন দেওয়া, উসকানিমূলক বক্তব্য ও ভীতিপ্রদর্শন থেকে বিরত থাকতে হবে। ৫ জানুয়ারির নির্বাচনে ভোটগ্রহণের পর যশোর, দিনাজপুর, গাইবান্ধায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়। ভোট দেওয়ায় এ হামলা হয়েছে বলে আক্রান্তদের অভিযোগ। ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিযোগও বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে। অন্যদিকে খালেদা জিয়া এ হামলার জন্য সরকারি দলকেই দায়ী করছেন।

সর্বশেষ খবর