সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

পাবনায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজার এলাকায় হিন্দু পরিবারের ওপর আক্রমণ, ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনায় নির্ধারিত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তিন সপ্তাহের মধ্যে ৪৩ লাখ ৪২ হাজার টাকা ক্ষতিপূরণের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সাঁথিয়ার বনগ্রাম বাজারের পার্শ্ববর্তী গ্রামে জনৈক রাজীব সাহার ফেসবুক পাতায় মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে গত ১ নভেম্বর রাতে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। পর দিন রাজীবের বাড়িতে ভাঙচুরের পর অগি্নসংযোগ করা হয়। বনগ্রাম বাজারে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও দোকানেও ভাঙচুর করা হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত এ খবর ৩ নভেম্বর আদালতের নজরে আনা হলে হাইকোর্ট দোষীদের গ্রেফতার এবং ঘটনাস্থলের নিরাপত্তা বিধানের জন্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় ও ফেসবুকে ওই পোস্টদাতাকে চিহ্নিত করার নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুসারে অনুসন্ধান ও ক্ষতি নিরূপণের জন্য একটি কমিটি করা হয়, কমিটির প্রতিবেদন গতকাল আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। তিনি জানান, প্রতিবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবার, ২৯টি বসতঘর, ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান, ছয়টি পারিবারিক মন্দির ও একটি বারোয়ারি মন্দিরে এ ক্ষতিপূরণ দিতে হবে।

সর্বশেষ খবর