সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা
এসএসসি পরীক্ষা শুরু

অনুপস্থিত ৬৭৭৮ বহিষ্কার ৯ জন

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় সারা দেশে একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিদেশেও সাতটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে পরীক্ষার প্রথম দিনে ১০টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ছয় হাজার ৭৭৮ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে ছয়জন, মাদ্রাসায় দুজন ও যশোরে একজন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৮৭৬ জন, কুমিল্লায় ৬০২ জন, যশোরে ৪৪২ জন, রাজশাহীতে ৩৩৭ জন, চট্টগ্রামে ৩১৮ জন, সিলেটে ১৯৭ জন, বরিশালে ২১২ জন, দিনাজপুরে ৩৪২ জন, মাদ্রাসায় সর্বোচ্চ দুই হাজার ৪০০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক হাজার ৫২ জন। আগামীকাল সকালে এসএসসির বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডে এ বছর মোট ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে সাত লাখ ৩৩ হাজার ২০২ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ২৯ হাজার ৫৫৪ জন।

শিক্ষকের দণ্ড, কেন্দ্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরীক্ষায় নকলে সহয়তার দায়ে খুলনার পাইকগাছা উপজেলার হাবিব নগর এমকেডিএস ফাজিল মাদ্রাসার ৭ মাদ্রাসা শিক্ষকসহ ৮ জনকে কারা ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দিন এই দণ্ড দেন।

সর্বশেষ খবর