সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা
অষ্টম কলাম

ইয়েমেনি বালিকার পাথুরে কান্না

দুঃখ-আবেগে মানুষ অশ্রু ঝরিয়ে কাঁদলেও ইয়েমেনি এক বালিকা অশ্রুর পরিবর্তে চোখ থেকে পাথর ঝরিয়ে কাঁদছে। ৮ বছর বয়সী শিশুটির এমন ভয়ঙ্কর অসুখ সারাতে বিশ্বের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তার বাবা মোহাম্মদ সালে আল জাহারানি। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, হোদেইদা প্রদেশের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মধ্যবিত্ত একটি পরিবারের শিশুটির নাম সাদিয়া। ১৪ দিন ধরে তার চোখ গড়িয়ে অশ্রুর পরিবর্তে পাথর ঝরছে। এ অজ্ঞাত রোগ সারাতে নিজের অর্থ-বৈভবের সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন বাবা আল জাহারানি। মেয়েটির বাবা আল জাহারানি বলেন, মেয়ের চিকিৎসা বাবদ দিনে ৫০ হাজার ইয়েমেনি রিয়ালও খরচ করতে হয়েছে আমাকে। স্থানীয় অনেক ক্লিনিকে তার চোখের এঙ্-রে করানো হয়েছে। চিকিৎসকরা বলছেন, তার চোখে বিশেষ কিছু ধরা পড়ছে না।

সর্বশেষ খবর