সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

মদিনায় হোটেলে অগি্নকাণ্ড, ১৫ জন ওমরা হাজীর মৃত্যু

সৌদি আরবের পবিত্র মদিনায় একটি আবাসিক হোটেলে আগুন লেগে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, হতাহতরা সবাই ওমরা পালনের জন্য সেখানে অবস্থান করছিলেন। এ সময় ওই হোটেলে অন্তত ৭০০ লোক ছিলেন।

এক বিবৃতিতে মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান জানান, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইশরাক আল-মদিনা হোটেলটিতে আগুন লাগে। এ সময় ভবনটিতে বিভিন্ন দেশের প্রায় ৭০০ হাজী অবস্থান করছিলেন। তারা ওমরাহ পালনের উদ্দেশে সেখানে গিয়েছিলেন। আগুন লাগার পর হোটেলে অবস্থানকারী অনেকে আতঙ্কিত হয়ে হাজী ভবনের ছাদে চলে আসেন। হোটেলের সামনে ভিড় জমায় উৎসুক লোকজন। আগুন লাগার পরপরই উদ্ধার তৎপরতা এবং আগুন নেভানোর কাজ শুরু হয়। বিকাল ৫টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা। আগুন লাগার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা যায়, রক্ষণাবেক্ষণের কাজ করার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

সর্বশেষ খবর