সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা
সংরক্ষিত আসন

আওয়ামী লীগসহ ছয় দলের জোট

দশম জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ মহিলা আসনে নির্বাচন নিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ছয়টি দল জোট গঠন করেছে। গতকাল নির্বাচন কমিশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ইসিকে এটি জানানো হয়। এদিকে মহিলা আসনে নির্বাচনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বিরোধী দল জাতীয় পার্টি। এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যরাও একটি জোট গঠন করেছেন। ১৬ জন সংসদ সদস্য তাদের জোটগত অবস্থানের কথা জানিয়ে গতকাল নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। সব প্রক্রিয়া সম্পন্ন হলে এ সপ্তাহেই সংরক্ষিত মহিলা আসনের তফসিল ঘোষণা করতে পারে বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। আওয়ামী লীগ জোটের শরিক দলগুলো হচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট। কমিশন কর্মকর্তারা জানান, আওয়ামী লীগের সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করে অন্য দলগুলো চিঠি দিয়েছে। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের অংশ হিসেবে আজ জোট অনুযায়ী সংসদ সদস্যদের নাম প্রকাশ করবে কমিশন। প্রকাশিত তালিকার ওপর দাবি আপত্তি দাখিলের সুযোগ দেওয়া হবে। এরপর তফসিল ঘোষণা করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, রাজনৈতিক দলগুলো জোটগত অবস্থান জানিয়ে চিঠি দিয়েছে। এটি কমিশনে উপস্থাপন করা হবে। কবে তফসিল হবে কিনা তা কমিশন সিদ্ধান্ত দেবে। তবে একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৩৪টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হওয়ায় যশোর-১ ও ২ আসনের সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করেনি কমিশন। একজন সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। বর্তমান সংসদে আওয়ামী লীগের ২৩১টি আসন ও জাতীয় পার্টি ৩৪টি আসন পেয়েছে। এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৬টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৫টি, জাতীয় পার্টি-জেপি ২টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ২টি ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ১টি আসন পেয়েছে। ১৬ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ৫০টি সংরক্ষিত মহিলা আসনে সংখ্যানুপাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ৪২টি, জাতীয় পার্টি ৬টি ও স্বতন্ত্র জোট ২টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। গতকাল আওয়ামী লীগের চিঠি কমিশনে পৌঁছে দেন দলটির নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার ও ফজিলাতুন নেসা বাপ্পি। চিঠির সঙ্গে দলগত সংসদ সদস্যদের নামের তালিকা কমিশনে জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থীদের জোটগত অবস্থান জানিয়ে ইসিতে চিঠি দেওয়া হয়েছে বলে জানান ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম। তিনি বলেন, জোটে ১৬ জন স্বতন্ত্র সংসদ সদস্যই রয়েছেন।

সর্বশেষ খবর