শিরোনাম
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

জেদ্দায় আগুনে দুই বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ জেদ্দার আল জামেয়া এলাকার একটি তিনতলা ভবনে আগুন লেগে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন আমিনুল ইসলাম ও মোহাম্মদ জাফর। দুজনেরই বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জে বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, শুক্রবার আল জামেয়া জেলার একটি তিনতলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ভবনে আগুন ধরে যায়। পরে সে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ভবনে আগুন ধরে যায়। পরে সে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ভবনে আটকা পড়ে ওই দুই বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তারা ইয়েমেনের নাগরিক। সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) এমদাদুল হক জানান, নিহত দুজনের মরদেহ জেদ্দার কিং আবদুল আজিজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জানান, ভবনটিতে ছয়জন বাংলাদেশি ছিলেন। আগুনে দুজন মারা গেলেও বাকি চারজন অক্ষত আছেন। দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত আমিনুল ইসলাম মানিকগঞ্জের সিঙ্গাইর থানার আবদুস সামাদের ছেলে। আর জাফর মানিকগঞ্জ সদরের শওকত আলীর ছেলে।

এদিকে সৌদি আরবের স্থানীয় দৈনিক সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ওই ভবনে অগি্নকাণ্ডে আহতদের মধ্যে ইয়েমেনের পাঁচ নাগরিক ও একজন অগি্ননির্বাপক কর্মীও রয়েছেন।

সর্বশেষ খবর