শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা
বগুড়া

যুবলীগ সভাপতি পেটালেন ছাত্রলীগ সম্পাদককে

বগুড়ায় যুবলীগ নেতা মঞ্জুরুল আলম মোহন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাশরাফি হিরোকে পিটিয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় বগুড়া শহরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হিরোকে ডেকে নিয়ে পেটানো হয়। এ সময় যুবলীগ নেতার কর্মীরা ছাত্রলীগের অন্য নেতা-কর্মীদের গালিগালাজ এবং মারধর করেন। এ ছাড়া বুধবার রাতে ছাত্রলীগ নেতা হিরোর বাড়িতে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

জানা যায়, বগুড়া সরকারি আযিযুল হক কলেজ ছাত্রলীগসহ বেশ কয়েকটি কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সম্প্রতি কমিটিগুলো ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়া কমিটির নেতারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এ নিয়ে ছাত্রলীগের জেলা কমিটির সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। এর এক পর্যায়ে বুধবার রাতে জেলা যুবলীগ সভাপতি মঞ্জুরুল আলম মোহনসহ কয়েকজন কর্মী দলীয় অফিসে এসে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাশরাফি হিরোকে খোঁজ করতে থাকেন। খোঁজ করার সংবাদ পেয়ে ছাত্রলীগ নেতা এগিয়ে আসামাত্র যুবলীগ নেতা মোহন তার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি পেটাতে থাকেন। যুবলীগ নেতার সঙ্গে আসা অন্য কর্মীরা এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহম্মেদুর রহমান ডালিমকেও মারধর করেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জামান নিকেতাসহ দলীয় নেতা-কর্মীরা এগিয়ে এসে দুই ছাত্রনেতাকে উদ্ধার করেন। এরপর রাত ১২টার সময় হিরোর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত চরম উত্তেজনা বিরাজ করে। নিরাপত্তার জন্য বৃহস্পতিবার সকাল থেকে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। খবর পেয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন বেলা ১১টায় দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগরকুমার রায় সাংবাদিকদের জানান, তুচ্ছ বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। শান্তিপূর্ণ উপায়ে সমঝোতার চেষ্টা চলছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ফায়জুর রহমান জানান, কোনো ককটেল বিস্ফোরণের অভিযোগ থানায় আসেনি।

সর্বশেষ খবর