শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

ভাঙ্গা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেন ও একই দলের বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেনের সমর্থকদের মধ্যে গতকাল সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকিরসহ দুই পুলিশ। কাল ভাঙ্গার নির্বাচন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়নাল বয়াতি ও পাপিয়া বেগমের মধ্যে পালাগান চলছিল। রাত ৮টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন ওই অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় তার সমর্থকরা গায়িকা পাপিয়া বেগমকে দিয়ে শাহাদাত হোসেনের আনারস প্রতীকের পক্ষে প্রচারণামূলক একটি গান পরিবেশন করান। জাকির হোসেনের সমর্থকরা সর্বজনীন গ্রাম্য অনুষ্ঠানে কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে গান পরিবেশনে আপত্তি জানালে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। গতকাল সকালে ভাঙ্গা থানা পুলিশ ওই মহল্লায় গিয়ে দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় জাকির হোসেনের পক্ষের নেতা ওমর খয়রাতি ও শাহাদাত হোসেনের পক্ষের নেতা সাহেব আলী খয়রাতি পুলিশকে আশ্বস্ত করেন তারা সংঘর্ষ করবেন না। তবে পুলিশ চলে আসার পরই দুই পক্ষ ঢাল, সড়কি, রামদা, ইট-পাটকেলসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবুল হাশেম শেখ জানান, সংঘর্ষে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির বাম হাতে আঘাত পেয়েছেন। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর আহত মিন্টু খয়রাতিকে (৩৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১৮ জন ভর্তি আছেন। তারা হলেন রুহুল আমিন (৬০), শাহাদাত (২৮), ইসারত (২৬), ইকবাল (২৩), জলিল (২৬), আবু বক্কর (৩০), আলী শেখ (৪০), লাবলু খয়রাতি (৫০), আক্তার হোসেন (৩৫), দুলাল কাজী (৩৫), আশরাফ শেখ (৪০), সাহেব আলী খয়রাতি (৬৫), আসাদুজ্জামান (৫৩), আরিফ (১৯), ইয়াসিন (২৮), জিয়াদ খয়রাতি (৪৫), জলিল খয়রাতি (৩৫), আক্তার খয়রাতি (৩৫), মিরাজ খয়রাতি (২৮)। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির বলেন, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

 

সর্বশেষ খবর