শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

পাকিস্তানি হেরোইন আটকের ঘটনায় তদন্ত কমিটি, মামলা

পাকিস্তান থেকে ডাকযোগে আসা প্রায় আট কেজি হেরোইন উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় গতকাল দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য চোরাচালান আইনে মামলা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করছে না কেউ। হেরোইন উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন সিলেট কাস্টমসের সহকারী কমিশনার মো. সেলিম রেজা।

জানা যায়, গত ৯ মার্চ পাকিস্তানের লাহোর থেকে সিলেটের বৈদেশিক ডাক বিভাগে চার ব্যক্তির নামে সাত কেজি ৯৫০ গ্রাম ওজনের চারটি প্যাকেট আসে। ডাকযোগে হেরোইন আসতে পারে এমন আগাম সংবাদ কাস্টমস কর্মকর্তাদের কাছে থাকায় তারা প্যাকেটগুলো খুলে ভেতর থেকে সাদা পাউডার ভর্তি ৪৪২টি মিনি প্যাকেট উদ্ধার করেন। পরে পাউডারগুলো পরীক্ষার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হয়। গত বুধবার বিকাল ৪টায় ঢাকার মাদক নিয়ন্ত্রণ অধিদফতর থেকে জানানো হয় উদ্ধার হওয়া পাউডারগুলো উন্নতমানের হেরোইন।

সর্বশেষ খবর