রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
বিদায় ১৪২০

চৈত্রসংক্রান্তি আজ

আজ চৈত্রসংক্রান্তি। চৈত্রের ৩০ তারিখ। সূর্যাস্তের মধ্য দিয়ে কালের আবর্তে হারিয়ে যাবে আরেকটি বাংলা বছর। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হবে নতুন আরেকটি বছর, ১৪২১ বঙ্গাব্দ। বছরের শেষ দিনে আজ রাজধানীসহ সারা দেশে নানা আয়োজনে পালিত হবে চৈত্রসংক্রান্তি উৎসব। এদিকে ঢাকায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে চৈত্রসংক্রান্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। চৈত্রসংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকার ব্যবসায়ী মহল আজ ব্যস্ত দিন কাটাবেন। বৈশাখ উপলক্ষে চলছে হালখাতা অনুষ্ঠানের প্রস্তুতিও। সরেজমিন দেখা যায়, চকবাজার, শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় চৈত্রসংক্রান্তি উপলক্ষে নানা আয়োজন চলছে। এ উপলক্ষে পুরান ঢাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফুলেল সজ্জা ও রঙিন বাতিতে সাজানো হয়েছে। আজ চৈত্রসংক্রান্তিতে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ করে পুরান ঢাকায় আয়োজন করা হয়েছে ঘুড়ি উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা আজ থেকেই বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করতে শুরু করবেন। জানতে চাইলে বাংলাবাজারের পঞ্জিকা ব্যবসায়ী মানিক অভিজিৎ ধর বলেন, মূলত সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের শাস্ত্রীয় পঞ্জিকা 'লোকনাথ পঞ্জিকার' হিসাবে বিভিন্ন ধর্মাচারের মাধ্যমে আগামীকাল পালন করবে চৈত্রসংক্রান্তি। মূলত চৈত্রসংক্রান্তি একটি লোকজ উৎসব।

প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে চৈত্রসংক্রান্তি উদযাপন : দেশে এবারই প্রথম জাতীয় পর্যায়ে পালিত হচ্ছে 'চৈত্রসংক্রান্তি ২০১৪'। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হবে দিনব্যাপী চৈত্রসংক্রান্তি উৎসব। এতে দেশবরেণ্য লোকসংগীত শিল্পী ও কবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গান ও কবিতা পাঠ।

সর্বশেষ খবর