রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

ইমরানকে অব্যাহতি দিল গণজাগরণ মঞ্চের একাংশ

গণজাগরণ মঞ্চের মুখপাত্রের পদ থেকে ইমরান এইচ সরকারকে অব্যাহতি দিয়েছে একই মঞ্চের একটি পক্ষ। 'গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকবৃন্দ'-এর ব্যানারে গতকাল দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের নেতা কামাল পাশা চৌধুরী বলেন, বিতর্কিত হয়ে পড়ায় ডা. ইমরান এইচ সরকারকে সাময়িকভাবে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ মুহূর্ত থেকে তার কোনো বক্তব্য ও কর্মসূচি গণজাগরণ মঞ্চের বক্তব্য ও কর্মসূচি বলে বিবেচিত হবে না। এখন থেকে পাঁচ সদস্যের একটি প্যানেল মঞ্চের মুখপাত্রের দায়িত্ব পালন করবে, যাদের নাম অচিরেই জানানো হবে। অন্যদিকে গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন ইমরান এইচ সরকার। ইমরানকে কীভাবে অব্যাহতি দেওয়া হলো- জানতে চাইলে কামাল পাশা বলেন, তিনি (ইমরান) নিজে নিজে মঞ্চের মুখপাত্র হয়ে যাননি। আমরা মুখপাত্র বানিয়েছি। আমরাই অব্যাহতি দিচ্ছি। শুরু থেকেই আমরা ছিলাম, আমরা শুরুর দিকে বিভিন্ন মিডিয়ায় ইন্টারভিউ দিয়েছি। পরে শৃঙ্খলার দায়িত্বে থাকায় একজনকে কথা বলতে দিতাম। কামাল পাশা চৌধুরীর দাবি- গণজাগরণ মঞ্চের শুরুর সময় যে ২০৫টি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ছিল, এর বেশির ভাগের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। একটি অন্তর্বর্তী দল গণজাগরণ মঞ্চের খসড়া গঠনতন্ত্র তৈরি করবে। ১৮ এপ্রিলের মধ্যে সবার সঙ্গে যোগাযোগ করে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরব-৭১-এর সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক এফ এম শাহীন, অপরাজেয় বাংলার সভাপতি এইচ রহমান নিলু, শিউলি বিনতে মহসিন, সোহেলী পারভিন মণি, হামিদা বেগম, এস এম এনামুল হক আবির, রাশিদা হক কণিকা প্রমুখ। এদিকে ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়। এর মুখপাত্র নির্ধারণ করার দায়িত্বও কোনো একক রাজনৈতিক দলের নেই। এভাবে তারা গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমি যতটুকু জেনেছি, যারা সংবাদ সম্মেলন করেছেন তারা আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার নেতৃত্বে করেছেন। এর আগেও আওয়ামী লীগের বিভিন্ন নেতা বক্তব্য দিয়েছেন যে গণজাগরণ মঞ্চের কোনো প্রয়োজন নেই।

সর্বশেষ খবর