রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা

আকরাম কারাগারে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

আকরাম কারাগারে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আকরাম হোসেন খানকে (৬০) কারাগারে পঠিয়েছে আদালত। গতকাল বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ তারেক মঈনুল ইসলাম ভুইয়া এ আদেশ দেন। আদেশে বলা হয়, শনিবার সরকারি ছুটির দিন থাকার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ থাকে। তাই রবিবার ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে হাজির করার জন্য রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো। এর আগে ১০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আকরাম হোসেন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ আসামি আকরাম হোসেনকে রাজশাহী মহানগরীর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে। আকরামের বাড়ি মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি গ্রামে। আদালত সূত্র জানায়, আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে কচুয়ার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে নিমাই চন্দ্র দাস নামে স্থানীয় এক ব্যক্তি ২০০৯ সালে বাগেরহাটের আদালতে মামলা করেন।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর