রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা
যশোরে পত্রিকা পৌঁছতে বাধা

অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন \\\'মামলাবাজ\\\' সোহরাব

অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন \\\'মামলাবাজ\\\' সোহরাব

যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার লোকজন ঝিকরগাছা ও শার্শায় নিজ দলীয় লোকজনদের ওপর যে অত্যাচার, নির্যাতন চালাচ্ছেন, সে বিষয়ে সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনে দুটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই দুই উপজেলার নির্যাতিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেই প্রতিবেদন দুটি তৈরি করা হয়েছিল। প্রতিবেদন দুটি প্রকাশ হওয়ার পর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে এ পর্যন্ত ৬টি মামলা দায়ের হয়েছে। মামলাগুলো করেছেন সংসদ সদস্য শেখ আফিলের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত ছয়জন। তাদেরই একজন সোহরাব হোসেন। শার্শা উপজেলার শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন মামলার বিবরণে উল্লেখ করেছেন, তিনি একজন সম্মানীয় ব্যক্তি। কিন্তু গত ১১ জুন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 'শার্শার মৃত্যুপুরীতে শেখ আফিলের শাসন' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তাকে জড়িয়ে যেসব কথা লেখা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। 'স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ছত্রছায়ায় সোহরাব বাহিনী দলীয় নেতা-কর্মীদের জীবন অতিষ্ঠ করে তুলেছে'- এমন অভিযোগসহ আরও কটূক্তিপূর্ণ লেখা প্রতিবেদনটিতে প্রকাশ পেয়েছে। এতে বাদীর সামাজিক সুনাম ও সম্মান ক্ষুণ্ন হয়েছে। অথচ 'সম্মানিত' এই জনপ্রতিনিধিকে ২০১১ সালের ১২ জানুয়ারি সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের গাড়িবহর থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ র‌্যাব সদস্যরা আটক করেছিল। ছবিসহ সেই খবর সে সময় দেশের প্রায় সব পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। ওই বছর ১৩ জানুয়ারি একটি জাতীয় পত্রিকায় 'সাংসদের গাড়িবহর থেকে অস্ত্র ও গুলিসহ যুবলীগের ৫ কর্মী আটক' শিরোনামের প্রতিবেদনটি ছাপা হয়। এদিকে ঝিকরগাছা-শার্শা এলাকার নেতা-কর্মীদের অভিযোগ, একদফা ভোটে জিতে ও আরেকদফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শেখ আফিল উদ্দিন সোহরাব হোসেনের মতো লোকদের কাছে টেনেছেন। পরবর্তীতে এসব লোকদের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন দিয়ে চেয়ারম্যান করেছেন। ফলে যা হওয়ার তাই হয়েছে। 'আফিল রাজ্যে' নিষ্ঠাবান দলীয় নেতা-কর্মীদের কোনো মূল্য নেই। চলছে জনপ্রতিনিধি হওয়া দুর্বৃত্তদের শাসন।

এদিকে গতকালও যশোরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পৌঁছতে পথে পথে বাধার সম্মুখিন হয়েছে।

 

 

 

সর্বশেষ খবর