রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা
অষ্টম কলাম

সিলেটের চা বাগানে আরবের ছয় রাষ্ট্রদূত

বৃহত্তর সিলেটের চা-বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ঢাকায় নিযুক্ত মধ্যপ্রাচ্যের ছয় রাষ্ট্রদূত। চার দিনের এই বেড়ানোর কর্মসূচি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। আজ তারা শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফিরবেন। ছয় রাষ্ট্রদূতের মধ্যে রয়েছেন ঝঞ্ঝাবিক্ষুব্ধ ইরাকের ঢাকাস্থ রাষ্ট্রদূত সাকির কাসিম মাহদি আল কাফ্ফাফও। পূর্বনির্ধারিত এ সফরের অংশ হিসেবে গতকাল তারা শ্রীমঙ্গল ও মাধবকুণ্ড ঘুরে দেখেছেন।
কূটনৈতিক সূত্র জানায়, সাকির কাসিম মাহদি আল কাফ্ফাফ ছাড়াও     ঢাকার কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত সাহের এম এইচ আবু ইয়াহইয়ার নেতৃত্বে সফরে থাকা অন্য রাষ্ট্রদূতরা হলেন মিসরের মাহমুদ ইজ্জাদ, ওমানের ওমর মুহাম্মদ রামদান আল বালুশি, লিবিয়ার মাহমুদ এম এম সালাদি ও কুয়েতের আলী আহমদ ইবরাহিম এফ আলী দাফিরি। তারা বৃহস্পতিবার দুপুরে সিলেট গিয়ে পৌঁছান। সিলেট বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যান শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলে। বিকালে তারা শ্রীমঙ্গলের জেরিন চা-বাগান ঘুরে দেখেন। বাগানেই নৈশভোজে অংশ নেন তারা। পরে হোটেলে রাতযাপন শেষে শুক্রবার সড়কপথে যান সিলেটে। জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি তারা সারা দিন পিয়াইন নদী ও খাসিয়া পল্লি ঘুরে দেখেন। রাতে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নৈশভোজে। গতকাল শ্রীমঙ্গলের বিভিন্ন স্পষ্ট ও মাধবকুণ্ডের ঝরনা উপভোগ করেন তারা। আজ সকালে ঢাকার উদ্দেশে শ্রীমঙ্গল ত্যাগ করবেন রাষ্ট্রদূতরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর