বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের খবর

ভারতে বন্দী ৭২ শিশুর ১১ জন ফিরল দেশে

ভারতে বন্দী ৭২ শিশুর ১১ জন ফিরল দেশে

অবশেষে বন্দীদশা থেকে মুক্তি পেল ভারতের বালুঘাট সুভায়ন হোমসের ১১ শিশু। গতকাল দুপুর ১২টায় হিলি চেকপোস্ট দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এ সময় ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তা পরেশ মণ্ডল, বিএসএফের হিলি কোম্পানি কমান্ডার জাফরুল্লাহ খান এবং বাংলাদেশের ইমিগ্রেশন কর্মকর্তা খাজামুদ্দিন ও বিজিবির হিলি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবদুল হামিদ উপস্থিত ছিলেন। পরে শিশুদের বাংলাদেশে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। মালদহ জেলা মহিলা আবাস হোমে বন্দী ২৬ মেয়েশিশুসহ নিরাপদ হোম, বালুঘাট সুভায়ন হোমস এবং রায়গঞ্জ জেলার সূর্যোদয় হোমে বাকি শিশুদের ফেরার কার্যক্রম চলছে বলে জানান চাইল্ড লাইন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সমন্বয়ক সুরজ দাস। সুভায়ন হোমসে এসব শিশুর অনেকে ২০১০ সাল থেকে বন্দী অবস্থায় ছিল। নাটোর জেলার নাজমা বেগম তার ছোট ভাই হাসিবুল হাসান পারভেজকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, আজ তিনি পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধন ফিরে পেলেন। এরকম অভিব্যক্তি প্রকাশ করেন আবু কাওসারের বাবা আজিজুল হক। তারা সবাই বাংলাদেশ প্রতিদিন-এর সাফল্য কামনা করেন। ১০ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে ‘ফিরতে চায় ভারতে বন্দী ৭২ শিশু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ওই দিনই হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ শিশুদের ফিরে আনার ব্যাপারে নির্দেশ দেন এবং শিশুদের ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তিন সপ্তাহের মধ্যে তা জানাতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন। এর পর থেকে শুরু হয় বন্দী শিশুদের ফেরত আনার প্রক্রিয়া। এরপর ২৩ জুলাই তাদের নিয়ে প্রকাশিত হয় ফলোআপ আরেকটি রিপোর্ট। অবশেষে গতকাল দুপুরে ১১ শিশুর মুক্তি মিলল। এসব শিশু বিভিন্ন সময় প্রলোভনে পড়ে, অপহৃত হয়ে, কাজের সন্ধানে ভারতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে হোমসে বন্দী ছিল।
 ফিরে আসা শিশুরা হলো- চট্টগ্রামের ইলিশা গ্রামের হাফেজ আহমদের ছেলে জুনাইদ (১৩), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লৌহফতেপুর গ্রামের আজিজুল হকের ছেলে আবু কাউছার (১৫), ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোসাইল গ্রামের সেকেন্দার আলীর ছেলে আকাশ হোসেন (১৩), বগুড়া শহরের খান্দার বাজার এলাকার শামসুল শেখের ছেলে সোহেল শেখ (১৭), দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর গ্রামের হানিফ মণ্ডলের ছেলে হামিদুল ইসলাম (১৫), একই জেলা শহরের ছোট্ট গুড়গোলা এলাকার নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১১), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাস্টারপাড়ার মিরাজ খানের ছেলে সুমন হোসেন খান রাজ (১৭), নাটোর সদরের উত্তর বারগাছি-পালপাড়া গ্রামের ফাউজুর রহমানের ছেলে হাসিবুল হাসান পারভেজ (১৮), সিলেট সদরের মণ্ডলকাটা গ্রামের মৃত অরফত আলীর ছেলে রুবেল হোসেন (১৬), ঢাকার খিলগাঁও রেলগেট এলাকার মিরাজ হোসেনের ছেলে শাওন হোসেন (১২), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লালদীঘি গ্রামের সুধীর মার্ডির ছেলে বিকাশ মার্ডি (১২)।

সর্বশেষ খবর