বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ বাঁক দ্রুত ঠিক করা হচ্ছে

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্ঘটনায় চালকদের জীবনও নিরাপদ নয়। চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় যাত্রীসহ চালকও নিহত হচ্ছেন। চালকদের ভালো প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হয়ে গাড়ি চালাতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। গতকাল 'জাতীয় সড়ক নিরাপত্তা দিবস' উপলক্ষে কাকরাইলে র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিরাপদ সড়ক চাই আন্দোলন এ র‌্যালির আয়োজন করে। এ সময় নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, হাজী এজাজুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, সড়কপথে সারা দেশে ১৪৪টি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ স্থান দ্রুত ঠিক করা হবে। সড়ক দুর্ঘটনা রোধে শীঘ্রই কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতার জন্য কাউন্সিলিং কর্মসূচি হাতে নেব। র‌্যালি শেষে শহীদ মিনারে সমাপনী বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা কোনো মহামারী নয়। এটা মানুষ দ্বারা সৃষ্ট। প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। তিনি বলেন, দেশের প্রত্যেকটি মহাসড়কে প্রতি ৪০ কিলোমিটার পরপর একটি করে ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করলে দুর্ঘটনায় আহত অনেক রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। তিনি আরও বলেন, যাত্রীদের তাড়াহুড়ো ও চালকদের অদক্ষতাই দেশে দুর্ঘটনার জন্য দায়ী।

 

 

 

সর্বশেষ খবর