শিরোনাম
শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
পজেটিভ বাংলাদেশ

শাবিতে গবেষণা আসছে মিলিটারি ড্রোন

শাবিতে গবেষণা আসছে মিলিটারি ড্রোন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড্রোন গবেষণা টিমের প্রাথমিক সাফল্য অর্জনের পর এবার আসছে ‘মিলিটারি ড্রোন’। চলতি বছরের শেষেই আকাশে উড়বে ‘মিলিটারি ড্রোন’। গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে কয়েক ঘণ্টা আকাশে উড়তে পারবে এই ড্রোন।
ড্রোন গবেষণা টিমের প্রধান সৈয়দ রেজওয়ানুল হক নাবিল জানান, এখন নিজস্ব প্রযুক্তিতে গ্রাউন্ড কন্ট্রোল বেইজড ড্রোন তৈরির কাজ চলছে। গত সেপ্টেম্বরেই শাবি ড্রোন টিম নিজস্ব গ্রাউন্ড স্টেশন এবং সফটওয়্যারের মাধ্যমে ফিক্সডউইং এবং মাল্টিরোটর ড্রোন উড়াতে সক্ষম হয়। এমনকি তারা অটোনোমাস সিস্টেমেও ড্রোন উড়িয়েছে। তিনি জানান, পোর্টেবল স্টেশন থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ড্রোন উড়ানো সম্ভব। নাবিল জানান, প্রথমে ফিক্সডউইং এয়ারক্রাফট আরসি কন্ট্রোলারের মাধ্যমে উড়িয়ে প্রাথমিক গবেষণা শুরু হয়। এরপর তারা সেটাকে ড্রোন পর্যায়ে নেওয়ার কাজ শুরু করেন। তবে পর্যাপ্ত অর্থায়ন হলে কাজটি আরও ভালোভাবে করা যাবে বলে জানান তিনি।
শাবির ড্রোন গবেষণা টিমের অন্য সদস্যরা হলেন- রবি কর্মকার, আখলাকুজ্জামান আশিক, মারুফ হোসেন রাহাত ও তোহা।

সর্বশেষ খবর