শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
নাশকতার পরিকল্পনা

রিমান্ড শেষে আলালসহ ছয়জন কারাগারে

রাজধানীর মোহাম্মাদপুর থানার নাশকতার পরিকল্পনা মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামন নূর এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক নয়ন মিয়া আসামিদের তিন দিনের রিমান্ড শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন নাকচ করে দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান এবং ওয়ার্ড নেতা আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম ও রুবেল হাওলাদার। এরআগে রাজধানীর লালমাটিয়ায় আলালের বাসার নিচতলার বৈঠকখানা থেকে আসামিদের আটক করে মোহাম্মদপুর থানার পুলিশ। সেখানে প্রায় প্রতিদিনই যুবদলের নেতা-কর্মীরা গিয়ে তার সঙ্গে দেখা করেন। এরই মধ্যে শনিবার পুলিশ অতর্কিত অভিযান চালিয়ে উপস্থিত সবাইকে আটক করে। আটকের পর সবাইকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়। সেখান থেকে আলালকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে থানার পুলিশ বাদী হয়ে মামলা করেন।
ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ ফেব্রুয়ারি : রাজধানীর রমনা থানায় করা নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৫ ফেব্র“য়ারি ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এই আদেশ দেন। এর আগে আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, হরতালে নিরাপত্তা জনিত কারণে আসামিরা আদালতে হাজির হতে না পারায় অভিযোগ গঠনের জন্য সময় দেওয়া হোক। প্রসঙ্গত, ২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিনগর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলাটি দায়ের করে রমনা থানা পুলিশ।

সর্বশেষ খবর