শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

গোপনে বাংলাদেশ ও ভারতে আল-কায়েদার পুস্তিকা বিতরণ!

অনলাইন ভিডিওবার্তার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা তাদের সংগঠন তৈরি করবে বলে আগেই ঘোষণা দিয়েছিল। এবার একেবারে পুস্তিকা বিলি করে জিহাদি কাজকর্মে উদ্বুদ্ধ করা শুরু করে দিল সন্ত্রাসী সংগঠনটি। গোয়েন্দাদের ধারণা, আইএসআইএস স্টাইলে রীতিমতো গোপনে পুস্তিকা বিলি করে আল-কায়েদা বাংলাদেশ, অসম, পশ্চিমবঙ্গ ও মিয়ানমারে তাদের প্রচারকাজ শুরু করেছে।
ভারতের গোয়েন্দা বিভাগের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে সর্বভারতীয় ইংরেজি পত্রিকা হিন্দুস্তান টাইমসের (এইচটি) এক প্রতিবেদনে বলা হয়েছে- ‘আমাদের হাতে এ ধরনের পুস্তিকা এসেছে। আমরা শীঘ্রই এটা দিল্লিতে পাঠাচ্ছি। বিষয়টি নিয়ে বাহিনীর উচ্চ কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে।’
২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। বাংলায় লেখা সাত পাতার ওই পুস্তিকাগুলো অত্যন্ত গোপনে অসম, পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে ছড়ানো হয়েছিল। ওই পুস্তিকাটিতে বলা হয়েছে- ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোয়ও জিহাদি কাজকর্ম আরও তীব্রতর করার ক্ষেত্রে বাংলাদেশের মাটিতে খলিফাগিরি প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ।
 

সর্বশেষ খবর