বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ডা. সুমির লাশ তোলার নির্দেশ

যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবিন ওরফে সুমির লাশ আবারও ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মামলার বাদী নিহতের বাবা পিডিবির সাবেক প্রকৌশলী নুরুল ইসলামের আবেদনে ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ আদেশ দেন। আদেশে বলা হয়, শামারুখের লাশ যশোরের কারবালা সরকারি কবরস্থানে দাফন করার কারণে যশোরের জেলা প্রশাসককে (ডিসি) লাশ কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ও যশোর সিভিল সার্জনসহ তিন সদস্যের একটি কমিটি গঠন করে লাশের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে তার প্রথম ময়নাতদন্ত করা হয়। ওই ময়নাতদন্তের রিপোর্টে শামারুখের আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। এ কারণে শামারুখের বাবা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করে আদালতে আবেদন করেন।
লাশ কবর থেকে উত্তোলনের বিষয়ে শুনানিতে আইনজীবীরা বলেন, গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে ডা. শামারুখ মাহজাবিন সুমির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথা বলা হয়। কিন্তু আত্মহত্যার ঘটনার স্থানের উচ্চতা পাঁচ ফুট আড়াই ইঞ্চি। আর ডা. শামারুখ মাহজাবিন সুমির উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি। এ কারণে স্বাভাবিকভাবে ওই স্থানে ডা. শামারুখ মাহজাবিন সুমির আত্মহত্যা করা প্রায় অসম্ভব। তাই আগের ময়নাতদন্তের রিপোর্ট সন্দেহজনক। এ কারণে আবারও ময়নাতদন্তের জন্য কবর থেকে ডা. শামারুখ মাহজাবিন সুমির লাশ উত্তোলনের নির্দেশ দেওয়া হোক।

 

সর্বশেষ খবর