বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্য গড়ে তুলুন : খালেদা

নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাতে বিএনপিপন্থি পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। এ সময় চলমান আন্দোলন জোরদারে কৌশল ও নতুন কর্মসূচি নির্ধারণসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপি চেয়ারপারসন। আহ্বান জানান আগামী দিনের আন্দোলনে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতে।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত পৌনে ৯টায় শুরু হওয়া এ সভা ঘণ্টাব্যাপী চলে। সভায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে কর্মসূচি নির্ধারণে পেশাজীবী নেতারা তাদের মতামত তুলে ধরেন। কেউ কেউ নতুন নতুন কর্মসূচি প্রণয়ন নিয়েও পরামর্শ দেন। বৈঠকে উপস্থিত এক সাংবাদিক নেতা জানান, দ্রুত নির্বাচন আদায়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলন জোরদার করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ, প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী, কবি আল মাহমুদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রবীণ সাংবাদিক শফিক রেহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তারেকের বইয়ের মোড়ক উন্মোচন আজ : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে ‘অকুতোভয় দেশনায়ক তারেক রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করবেন খালেদা জিয়া। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে এ মোড়ক উন্মোচন হবে।
 

সর্বশেষ খবর