শিরোনাম
শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
অধ্যাপক লিলন হত্যা

র‌্যাবের তথ্য মিলিয়ে দেখছে পুলিশ

রিমান্ড শেষে পাঁচ আসামি কারাগারে

র‌্যাবের তথ্য মিলিয়ে দেখছে পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাবের   তথ্য মিলিয়ে দেখছে পুলিশ। র‌্যাবের হাতে আটক পাঁচজনকে দুই দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, র‌্যাবের কাছে গ্রেফতারকৃতরা যেসব তথ্য দিয়েছে, পুলিশকেও সেসব তথ্য দিয়েছে। পুলিশ তাদের দেওয়া তথ্যগুলো মিলিয়ে দেখছে। তবে কেউ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।
দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কাটাখালী পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মানিক, যুবদল কর্মী সবুজ, পিন্টু, আল মামুন ও সিরাজুল ইসলাম কালুকে।

সর্বশেষ খবর