শিরোনাম
শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ভালোলাগার প্রজাপতি মেলা

ভালোলাগার প্রজাপতি মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। যার সঙ্গে প্রকৃতির চমৎকার সম্পর্ক। পাখ-পাখালি আর ভালোলাগার প্রজাপতির নিরন্তর চলাফেরা এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তাই গতকাল আয়োজন করা হয় ‘প্রজাপতি মেলা’র। পিয়াসী মনের মানুষের আনাগোনায়, নানা আয়োজনে অনুষ্ঠিত হয় এই মেলা। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে আয়োজন করা হয় এবারের প্রজাপতি মেলার। বিভিন্ন প্রকার প্রজাপতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে পঞ্চমবারের মতো ব্যতিক্রমী এ মেলার আয়োজন করা হয়। এদিকে এ আয়োজনের মধ্যে মার্কিন রাষ্ট্রদূত ড্যান  ডব্লিউ মোজেনা গতকাল অতিথি পাখি দেখতে ক্যাম্পাসে চলে আসেন। প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা তুলে ধরে গণসচেতনতা বাড়াতেই মূলত প্রতি বছর এ মেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। গতকাল সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজেদা বেগম প্রমুখ। এ সময় প্রজাপতি বিষয়ে সচেতনতা এবং গবেষণা করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. সোহরাব আলীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও প্রজাপতির ক্ষেত্রে বিশেষ আগ্রহ এবং প্রজাপতির বিষয়ে সচেতনতা তৈরি জন্য মেলা থেকে ইয়ং বাটারফ্লাই অ্যাওয়ার্ড লাভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ। এদিকে গতকাল মেলাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে বর্ণিল রূপে সাজানো হয়। মেলা উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রজাপতির ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ঝুলানো হয়। অন্যদিকে গতকাল ছুটির দিন হওয়ায় মৃদু শীতকে উপেক্ষা করে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো প্রজাপতিপ্রেমী, দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় পুরো ক্যাম্পাস। মেলায় শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী এ মেলায় শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতি আদলের ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টরি প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলায় কয়েকটি স্থানে স্থাপনকৃত মশারির জাল দিয়ে তৈরি প্রজাপতির হাটে নানা রঙের নানা প্রজাতির জীবন্ত প্রজাপতি উড়াউড়ি সবাইকে মুগ্ধ করে। মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশে মোট ৩০১ প্রজাতি প্রজাপতির মধ্যে এ ক্যাম্পাসে ১১৫ প্রজাতির প্রজাপতি রয়েছে। এ মেলায় ৮০ প্রজাতির প্রায় দুই থেকে তিন হাজার প্রজাপতি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
অতিথি পাখির টানে জাবিতে মার্কিন রাষ্ট্রদূত : জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলো এখন অতিথি পাখির কলকাকলীতে মুখরিত। আর এ পরিযায়ী পাখির টানেই শীতের কুয়াশা ভেজা সকালে এ বিশ্ববিদ্যালয়ে ছুটে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ  মোজেনা। গত বছরের মতো এবারও গতকাল সকাল সাড়ে ৭টার দিকে তিনি কোনো প্রটোকল ছাড়াই এ ক্যাম্পাসে আসেন। এরপর মার্কিন রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও পরিবহন চত্বর সংলগ্ন লেকে অতিথি পাখি পরিদর্শন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর