শিরোনাম
শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

শহীদদের রক্তের দাবি এখনো পূরণ হয়নি : খোকন

শহীদদের রক্তের দাবি এখনো পূরণ হয়নি : খোকন

ডাকসুর সাবেক জিএস ও বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন বলেছেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও সেইসময় আমাদের শহীদ ভাইদের রক্তের দাবি আজও পূরণ হয়নি। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম, আজ আবারও সেই গণতন্ত্র অবরুদ্ধ। তা পুনরুদ্ধারে আমাদের আন্দোলন করতে হচ্ছে। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় খায়রুল কবীর খোকন বলেন, দেশে আজ বাকশালী স্বৈরাচার চলছে। আইয়ুব, ইয়াহিয়া ও স্বৈরাচার এরশাদের চেয়েও বর্তমান সরকার আরও ভয়ঙ্কর। ৫ জানুয়ারি ভোটবিহীন ক্ষমতায় এসে নব্য স্বৈরাচার অবৈধভাবে দেশ পরিচালনা করছে। দেশের জনগণের কাছে এদের কোনো জবাবদিহিতা নেই। তিনি বলেন, গণতন্ত্রের লেবাসে বর্তমানের স্বৈরতন্ত্রকে মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ক্ষমতাসীনদের বাধ্য করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। স্বৈরতন্ত্রের অবসান ঘটবে। ডাকসুর সাবেক এ জিএস বলেন, আমরা যে লক্ষ্যে আন্দোলন করেছিলাম, তার প্রাপ্তি অনেকদূর। গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানুষের বাক-স্বাধীনতাও নেই। এটা ওই সময়ও ছিল না। তাই এ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প পথ নেই।

সর্বশেষ খবর