শিরোনাম
শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

মনে হচ্ছে দুই নেত্রী কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন

নূরে আলম সিদ্দিকী

মনে হচ্ছে দুই নেত্রী কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন

প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দুই নেত্রী কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তিনি আরও বলেন, দুদক (দুর্নীতি দমন কমিশন) এখন আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনে পরিণত হয়েছে। এক-এগারোর সরকারের সময় রাজনীতিবিদদের নামে দায়ের    করা মামলাগুলোর মধ্যে আওয়ামী লীগ নেতাদের মামলা প্রত্যাহার করা হলেও সৌজন্যতার খাতিরেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নেতাদের নামে থাকা একটি মামলাও প্রত্যাহার করা হয়নি। বরং আওয়ামী লীগের যেসব নেতা-এমপি-মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সততার সার্টিফিকিটে দেওয়া হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের ৬২টি সংগঠনের মধ্যে দুদকও এখন একটি সহযোগী সংগঠনে পরিণত হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত আলোচনায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এজাজ আহমেদের পরিচালনায় আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী আবুল কাশেম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল ফজল বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম এ রশিদ, রেবেকা সুলতানা রানী প্রমুখ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। আগামী জাতীয় নির্বাচনেও শেখ হাসিনা জয়লাভ করে হ্যাটট্রিক করবেন বলে যারা মন্তব্য করেন তাদের উদ্দেশে বলতে চাই- কপাল খুলতে সময় লাগে, কিন্তু কপাল পুড়তে সময় লাগে না।’ তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগের বিরোধিতা করি না। শেখ হাসিনার কমিউনিস্ট লীগের বিরোধিতা করি। যত দিন বেঁচে থাকব তত দিন কমিউনিস্ট লীগের বিরুদ্ধে কথা বলব। এতে আমার ফাঁসির আদেশ হলেও আমার পথ থেকে বিচ্যুত হব না। কমিউনিস্ট লীগকে কখনো সমর্থন করব না।’ দুই নেত্রীর ক্ষমতার লড়াইয়ের সমালোচনা করে তিনি কবিতার ভাষায় বলেন, ‘আমার যেমনি বেণি, তেমনি রবে, চুল ভিজাবো না’ কবিতার মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোরা যে যা বলিস ভাই, আমার গদি চাই’ আর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেন, ‘তোরা যে যা বলিস ভাই, আমার হারানো গদি ফেরত চাই’। নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আজকে যারা সোহরাওয়ার্দীকে চেনেন না, মওলানা ভাসানীকে চেনেন না তাদের যদি জিজ্ঞাসা করা হয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে- তারা বলবে শেখ হাসিনা। ডাইনে কে? শেখ হাসিনা। বাঁয়ে কে? শেখ হাসিনা। এভাবে চারদিকে শেখ হাসিনা। আবার এই তিনিই (শেখ হাসিনা) বলেন, সহনশীলতার রাজনীতি যারা বিশ্বাস করে, তারা হয় পাগল, না হয় উন্মাদ। এসব যখন শুনি তখন আমি মাঝেমধ্যে পাগল হয়ে যাই। কারণ আজকের সব রাজনীতি হচ্ছে ক্ষমতাকেন্দ্রিক, অর্থকেন্দ্রিক।’ তিনি বলেন, গণতন্ত্রের মূল হলো সহনশীলতার মাত্রা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামই করেছিলেন তা নয়, এটা অক্ষরে অক্ষরে পালন করতেন এবং তা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিতও করেছিলেন। তিনি বলেন, শেখ হাসিনার একমাত্র শত্রু দুর্নীতি। শেয়ারবাজার, বেসিক ব্যাংক, ডেসটিনি, হলমার্কের মতো দুর্র্নীতি সরকার প্রতিষ্ঠা করেছে। এই সরকার শীতলক্ষ্যা নদীকেও লিজ দিয়েছে একটি নামসর্বস্ব কোম্পানির কাছে। খোঁজ নিয়ে দেখুন গণভবনও তারা লিজ দিয়ে দিয়েছে কি না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। আজকে যিনি ক্ষমতায় আছেন তাকেও গণতন্ত্রের মানসকন্যা বলা হয়। আসলে ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছিল তা কি গণতন্ত্রের নির্বাচন? সেই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন ছিল না। অতীতের কোনো পিছুটান থেকে নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। আওয়ামী লীগের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি বলেন, নিজ দলের নেতা-কর্মী ছাড়া আওয়ামী লীগ অন্য কাউকে মূল্যায়ন করে না। তারা (আওয়ামী লীগ) আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক উকিল ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কোনো কর্মসূচি পালন করে না। তিনি বলেন, আবেগ দিয়ে দেশ চলে না। সমালোচনা করে কাউকে ছোট বা বড় করতে পারবেন না। পীর হাবিবুর রহমান বলেন, আজকে আদর্শচ্যুতের রাজনীতি চলছে। যে আদর্শের জন্য, গণতন্ত্রের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী আজীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বঙ্গবন্ধু জেল খেটেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছেন- সেই আদর্শ আজ নেই। আজকের রাজনীতিবিদদের কাছে গণমানুষের চাওয়া-পাওয়ার, আশা-আকাঙ্ক্ষার কিছু নেই।

সর্বশেষ খবর