শিরোনাম
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
প্রদর্শনী

বনের পাখি থাকুক বনে

বনের পাখি থাকুক বনে

‘খাঁচায় পুষুন খাঁচার পাখি-বনের পাখি থাকুক বনে’-এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবে গতকাল শুরু হয়েছে দুই দিনব্যাপী বিদেশি পাখি প্রদর্শনী- ২০১৪। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে মোট ৭০-৮০ প্রজাতির পাখি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে ব্রাজিলের ম্যাকাও, অস্ট্রেলিয়ার বাজরিগার, রোজেলা, ফিঞ্চ, প্যারট, লরি, কাকাতুয়া, আফ্রিকার লাভ বার্ড, গ্রে-প্যারট ও  ইন্দোনেশিয়ার জাভা উল্লেখযোগ্য। এ প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে খাঁচায় জন্ম নেওয়া রং-বেরঙের বিদেশি পোষা পাখি। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। এভিকালচারাল সোসাইটি অব বাংলাদেশের এটি সপ্তম প্রদর্শনী। প্রদর্শনী সম্পর্কে এভিকালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক ডা. আমজাদ চৌধুরী বলেন, দিন দিন জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বন থেকে ধরে মানুষ পাখি পুষছে, এটি জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। আমরা এখন প্রচারণাও চালাচ্ছি যাতে কেউ বনের পাখি খাঁচায় না পোষে। প্রদর্শনীর প্রথম দিনে গতকাল বিপুল মানুষ বিদেশি নানা রঙের পাখি দেখে মুগ্ধ হন। তারা এই প্রচারণা সারা দেশে ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর