শিরোনাম
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
আজ প্রণবের সঙ্গে বৈঠক

দিল্লিতে রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা

দিল্লিতে রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল নয়াদিল্লিতে পৌঁছলে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বি কে সিং -পিআইডি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছয় দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল নয়াদিল্লি পৌঁছান। বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট থেকে স্থানীয় সময় বেলা পৌনে ১টায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বি কে সিংহ ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে সেখান থেকে রাষ্ট্রপতিকে ভারতীয় রাষ্ট্রপতির সরকারি বাসভবন 'রাষ্ট্রপতি ভবনে' নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি অবস্থান করবেন। এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ বেলা পৌনে ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণের এ সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজঘাটে মহাত্দা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেখানে পৌঁছালে রাজঘাট সমাধি কমিটির সম্পাদক রজনীশ কুমার তাকে অভ্যর্থনা জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার সঙ্গে ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রজনীশ কুমার রাষ্ট্রপতিকে তিনটি বই উপহার দেন। এর মধ্যে একটি মহাত্দা গান্ধীর নিজের। এ ছাড়াও তিনি রাষ্ট্রপতিকে গান্ধীর একটি আবক্ষ মূর্তি উপহার দেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদের বৈঠক অনুষ্ঠিত হবে। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদের সাক্ষাৎ করার কথা রয়েছে। রাজধানী নয়াদিল্লি ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ আগ্রা, জয়পুর ও কলকাতার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন। ২৩ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

 

 

সর্বশেষ খবর