শিরোনাম
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

খালেদার দুর্নীতি মামলার বিচারক পরিবর্তন

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুই মামলার বিচারক বদল করা হয়েছে। গতকাল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) মিজানুর রহমান খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

মামলা দুটির বিচারক ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিশেষ জজ বাসুদেব রায়কে পটুয়াখালীর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে বদলি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবু আহমেদ জমাদারকে বিশেষ জজ আদালত-৩ এর বিশেষ বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উভয় কর্মকর্তাকে ২২ ডিসেম্বর নিজ নিজ দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। উল্লেখ্য, দুর্নীতির এ দুটি মামলায় গত ২০ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ অভিযোগ গঠন ও অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন খালেদা জিয়া। বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হয় সর্বোচ্চ আদালতে। সুপ্রিমকোর্টের উভয় বিভাগ এসব আবেদন খারিজ করে দিলেও বিচারক বাসুদেব রায়ের প্রতি অনাস্থা জানিয়ে করা আবেদন এখনো বিচারাধীন। এরই মধ্যে গতকাল তাকে বদলির এ আদেশ দেওয়া হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর