শিরোনাম
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
অষ্টম কলাম

বিশ্বে মানুষের গড় আয়ু ৭১.৫ বছর

বিশ্বব্যাপী পরিচালিত গবেষণা জরিপের তথ্য অনুযায়ী ১৯৯০ সালের পর মানুষের গড় আয়ু বেড়েছে ৬ বছর করে। এখন গড় আয়ু হচ্ছে ৭১.৫ বছর। শুধু আফ্রিকার দক্ষিণাঞ্চলে গড় আয়ু কমেছে। ১৭ ডিসেম্বর মানবজাতির জন্য আশাব্যঞ্জক এ গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘দ্য ল্যাঞ্ছেট জার্নাল’-এ। এনআরবি নিউজ।
এ জরিপের নেতৃত্ব প্রদানকারী ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের  অধ্যাপক ড. ক্রিস্টফার মুরে সাংবাদিকদের জানান, ‘বিভিন্ন ধরনের রোগ এবং দ্বন্দ্ব-সংঘাত আর দুর্ঘটনা সত্ত্বেও চিকিৎসাব্যবস্থা বিশেষ ভূমিকা রাখছে বলেই গড় আয়ু বেড়েছে। তবে আমাদের আরও বেশি খাটতে হবে রোগীকে দ্রুত সুস্থ করতে কিংবা আহতদের সারিয়ে তুলতে।’ জরিপে আরও উদঘাটিত হয়েছে, ধনী দেশগুলোতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। একইভাবে ধনী দেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যাও সন্তোষজনকভাবে কমেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর