শিরোনাম
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

এমপি হোস্টেল ছাড়ার নোটিস যাচ্ছে ১১ মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে

দশম জাতীয় সংসদের বছর পূর্তির বাকি আর মাত্র কদিন। কিন্তু এখনো খালি হয়নি এমপি হোস্টেল। ১১ জন মন্ত্রী-উপমন্ত্রী এখনো এমপি হোস্টেল দখল করে রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে একাধিকবার স্পিকারের দফতর থেকে সবাইকে পত্র দেওয়ার পরও সবাই সময়ক্ষেপণ করছেন।
সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সংসদ কমিটির ৪র্থ বৈঠকে এ বিষয়ে হতাশা ব্যক্ত করা হয়। বৈঠকে নবম সংসদের মেয়াদকাল অবসানের সঙ্গে সঙ্গে পূর্বে বরাদ্দ প্রদানের কার্যকারিতা অবসান হওয়ায় সে সব ফ্ল্যাটে অবস্থানরত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও এমপিদের কাছ থেকে নির্ধারিত হারে ফ্ল্যাটের ভাড়া আদায় করে আগামী ১৫ জানুয়ারির মধ্যে এমপি হোস্টেলের ফ্ল্যাট খালি করে দেওয়ার জন্য নোটিস জারির সিদ্ধান্ত নেয় কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, পঞ্চানন বিশ্বাস, ফজলে হোসেন বাদশা এবং মোছা. মাহাবুব আরা বেগম গিনি এমপি বৈঠকে অংশ নেন। এ প্রসঙ্গে চিফ হুইপ আ স ম ফিরোজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সবাই বলেছেন এক মাস বা ১৫ দিনের মধ্যে ফ্ল্যাট করে দেবেন। আসলে এসব ফ্ল্যাটে তারা কেউ থাকেনও না। আগামী অধিবেশনের আগেই ফ্ল্যাট খালি করে দিতে স্পিকার ব্যবস্থা নিতে সংসদ কমিটিকে বলেছেন।

সর্বশেষ খবর