মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ঢাকায় ভারতীয় ভিসার নতুন আবেদন কেন্দ্র

ভারতীয় ভিসার আবেদন গ্রহণে আগামী ১ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডিতে নতুন একটি কেন্দ্র চালু হচ্ছে। সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কেন্দ্রে ভিসার আবেদন গ্রহণ করা হবে।  ভিসা দেওয়া হবে বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত।
বাংলাদেশে ভারতীয় ভিসা সংশ্লিষ্ট সেবার দায়িত্বে থাকা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল আরও জানানো হয়েছে, ধানমন্ডির ২ নম্বর সড়কের ২৪ নম্বর বাড়িতে অবস্থিত ধানমন্ডি সেন্টারে নতুন এ ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (আইভিএসি)-এর যাত্রা শুরু হবে। এই ভিসা সেন্টারের পাশাপাশি গুলশানের ভিসা কেন্দ্রে একটি বিশেষ কাউন্টার স্থাপন করে চিকিৎসা ভিসার ক্ষেত্রে সাক্ষাৎকারের তারিখ ছাড়া জরুরি চিকিৎসা ভিসার আবেদন অনলাইনে প্রাপ্ত তারিখ ছাড়াই সরাসরি গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা আবেদনের ফি বৃদ্ধি করা হয়েছে ও ছবি জমা দেওয়ার পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। বর্তমানে থাকা ৪০০ টাকা ফির স্থলে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর সেন্টারগুলোতে ৬০০ এবং সিলেট ও খুলনায় ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া এখন থেকে আবেদনকারীকে ছবি স্ক্যান করে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তা না হলে কর্তৃপক্ষ ওই আবেদন গ্রহণ করবে না। সার্বিকভাবে সব তথ্য নির্ভুলভাবে জমা দিতে হবে। সূত্র জানায়, ইতিমধ্যে চালু থাকা ঢাকার গুলশান ও মতিঝিল এবং চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর ভিসা সেন্টারের মাধ্যমে সব কার্যক্রম চলছে। বিজ্ঞপ্তিতে, দালাল ও মধ্যস্বত্বভোগী থেকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

সর্বশেষ খবর