মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
বঙ্গবন্ধুকে কটূক্তি

তারেকের বিরুদ্ধে আরও ২৪ মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্নস্থানে গতকাল আরও ২৪টি মামলা হয়েছে। একাধিক জেলায় তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। গতকাল খুলনায় ৪, কুমিল্লায় ৩, বরিশাল, নওগাঁ ও পিরোজপুরে ২টি করে এবং চট্টগ্রাম, যশোর, খাগড়াছড়ি, বরগুনা, লক্ষ্মীপুর, দিনাজপুর, মাদারীপুর, নড়াইল, ভোলা, গোপালগঞ্জ ও কুষ্টিয়ায় ১টি করে মামলা হয়েছে। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- খুলনা : তারেকের বিরুদ্ধে খুলনায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল খুলনা মহানগর হাকিম আদালতে দায়ের করা এসব মামলার বাদীরা হলেন, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডএ মাহমুদ ডন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল সুজন ও জেলা সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর। অভিযোগে বলা হয়, গত ১৫ ডিসেম্বর তারেক রহমান ইস্ট লন্ডনের দ্য আট্টিয়াম অডিটরিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু রাজাকার ও শখের বন্দী ছিলেন বলে কটূক্তি করেন। কুমিল্লা : গতকাল ছাত্রলীগ নেতা কামাল পারভেজ, হোসাইন আহমেদ ও মোজাম্মেল হক বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক ৩টি আদালতে ৩টি মামলা দায়ের করেন। আদালত ৩টি মামলা আমলে নিয়ে আগামী ২২ জানুয়ারি ১টি ও ৩০ জানুয়ারি ২টি মামলায় সংশ্লিষ্ট আদালতে বিবাদীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। বরিশাল : চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল দুটি মামলা দায়ের করেন বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাত এবং মহানগর যুবলীগ নেতা জেলা আইনজীবী সমিতির সদস্য কাইউম খান কায়ছার। বিচারক নুসরাত জাহান আগামী ১১ মার্চ তারেক রহমানকে স্বশরীরে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন। নওগাঁ : তারেকের বিরুদ্ধে গতকাল নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি নং-১ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছে জেলা ছাত্রলীগের সভাপতি রাহমানিয়া আলম রিজভী ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। বিচারক আবদুল মালেক তারেকের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা বিচারিক হাকিম ফারজানা ইয়াসমিনের আদালতে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মামলা করেছেন। বিচারক মামলা আমলে নিয়ে তারেককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। কুষ্টিয়া : গতকাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি আলী মুর্তজা খসরু বাদী হয়ে মানহানি মামলাটি দায়ের করেছেন। আদালত মামলায় সমন জারি করেছে।  বরগুনা : গতকাল বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোমান মঈনউদ্দিনের আদালতে তারেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছাত্রলীগের সভাপতি রুবায়েত আদনান অনিক। ভোলা : তারেকের  বিরুদ্ধে গ্রেফতারি সমন জারি করা হয়েছে। গতকাল জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রাকিব সিকদার বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন। দিনাজপুর : মানহানি মামলা করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। গতকাল দিনাজপুর ১নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তিনি এ মামলা করেন। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরী আগামী ৫ মে তারেককে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জ : তারেক রহমান ও বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ পাঁচজনকে আসামি করে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মুক্তিযোদ্ধা মো. শওকত আলী খান বাদী হয়ে ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তামান্নার আদালতে এ মামলা করেন। আদালত তারেক রহমান ও রুহুল কবির রিজভীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যশোর : তারেকের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন বাদী হয়ে গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেছেন। খাগড়াছড়ি : তারেকের বিরুদ্ধে গতকাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মংসাপ্র“ মারমা বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানের আদালতে মামলা করেছেন। লক্ষ্মীপুর : তারেকের বিরুদ্ধে লক্ষ্মীপুরে আরও একটি মামলা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌর শহর ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন লোটাস বাদী হয়ে এ মামলা করেন। মাদারীপুর : জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আখতার গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির এই মামলা করেছেন। ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন শুনানি শেষে সমন জারি করেন। নড়াইল : তারেকের বিরুদ্ধে আমলি আদালতে গতকাল মামলা দায়ের করেছে জেলা ছাত্রলীগ। বিচারক মো. সালেহুজ্জামান মামলা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান বাদী হয়ে আমলি আদালতে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। পিরোজপুর : গতকাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আলাউদ্দিন খান মানহানি মামলা করেছেন। পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাসারের আদালতে এ মামলা দায়ের করলে বিচারক মামলা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তারেকের বিরুদ্ধে একই আদালতে আরেকটি মামলা দায়ের করেন। এছাড়াও বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নীলফামারী, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মানিকঞ্জ, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, হবিগঞ্জসহ বিভিন্নস্থানে তারেকের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করেছে মুক্তিযোদ্ধা ইউনিট।
এদিকে, নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ জানায়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশের বক্তারা বলেছেন, ‘ইন্টারপোলের মাধ্যমে লন্ডন থেকে ফেরার আসামি তারেক রহমানকে গ্রেফতার করে বাংলাদেশের আদালতে সোপর্দ করার সময় এসেছে’। এতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাকারিয়া চৌধুরী।
 বলেন, আমরা ব্রিটিশ প্রশাসনে চাপ সৃষ্টি করব তারেককে অবিলম্বে ব্রিটেন থেকে বহিষ্কারের জন্য।’ ২১ ডিসেম্বর সন্ধ্যায় সিটির ব্রুকলিনে সুগন্ধা রেস্টুরেন্টের এ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নূরনবী কমান্ডার। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও নিউজার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান (ডেমোক্রাট) ড. নূরন্নবী।

সর্বশেষ খবর