মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
পজেটিভ বাংলাদেশ

হচ্ছে দুই হাজার কম্পিউটার ল্যাব

দেশের তৃণমূল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দুই হাজার কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া ৬৪ জেলার একটি করে উপজেলায় ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৯৮ কোটি ৯৮ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারিতে এই প্রকল্পের কাজ শুরু করে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প উপস্থাপন করা হতে পারে। এদিকে পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, প্রকল্পের অধীনে ২০০০ ল্যাব প্রতিষ্ঠার জন্য ৩৪ হাজার ল্যাপটপ, ২০০০ প্রিন্টার, ২০০০ স্ক্যানার, ২০০০ এলইডি মাল্টিমিডিয়া প্রজেক্টর, ১০৮৮ হেডফোন, ২০০০ থ্রিজি পকেট রাউটার এবং ৬৪টি ল্যাঙ্গুয়েজ সফটওয়ার সংগ্রহ করা হবে। অন্যদিকে প্রকল্পের আওতায় নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০০ শিক্ষকের জন্য ৫০টি ব্যাচে বিভিন্ন ভাষা প্রশিক্ষণ ও ২টি ব্যাচে সহকারী প্রোগ্রামারদের ট্রেনিং প্রোগ্রাম করবে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতর। সূত্র জানিয়েছে, ভিশন ২০২১-কে সামনে রেখেই এ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ ছাড়া আগামী ২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে আইসিটি খাতে আরও প্রকল্প নিয়েছে সরকার। এর মধ্যে জনশক্তি উন্নয়ন, ডিজিটাল সরকার ও ই-গভর্নেন্স প্রতিষ্ঠা, ই-এডুকেশন এবং ই-বিজনেস কার্যক্রম উল্লেখযোগ্য। এর আগে আইসিটি খাতের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার ৫৪৪টি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এ ছাড়া গ্রাফিক্স, এনিমেশন, ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং বিষয়ে দেশ-বিদেশে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। এ জন্য সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করছে।

সর্বশেষ খবর