বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

মাঠ ছিল আওয়ামী লীগের দখলে

টানা অবরোধ ডেকে গতকাল প্রথম দিনেই মাঠে নামেনি বিএনপি। তবে মাঠে ছিল আওয়ামী লীগ। তারা এদিন অবরোধবিরোধী মিছিল-সমাবেশ করেছে। সকাল থেকেই বিভিন্ন পাড়া-মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নিয়েছিল মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর সদরঘাট, পুরান ঢাকা, প্রেসক্লাব, কমলাপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, জিগাতলা, ধানমন্ডি বাটা সিগন্যাল, মোহাম্মদপুর, মহাখালী, মালিবাগ, মিরপুর, পল্লবী, গাবতলীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অবরোধবিরোধী মিছিল-সমাবেশে রাজপথ ছিল সরব। এ ছাড়া সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, প্রেসক্লাব হচ্ছে সাংবাদিকদের জায়গা। সেখানে কোনো ওয়ারেন্টের আসামির স্থান হতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন একজন ওয়ারেন্টের আসামি। তিনি বলেন, বিএনপির আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিজের ষড়যন্ত্র বাস্তবায়নে অবরোধ ডেকেছেন, কিন্তু দেশের জনগণ তার এই অবরোধ প্রত্যাখ্যান করেছেন। রাজধানীর সব দোকানপাট খোলা ছিল। গাড়ি, বাস, ট্রেনসহ সব যানবাহন চলাচল করছে। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ড. হাছান মাহমুদ, অ্যাডভোকেট আফজাল হোসেন, যুবলীগের হারুন অর রশিদ, কৃষক লীগের খন্দকার শামসুল হক রেজা, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগরের শাহে আলম মুরাদ ও আওয়ামী লীগের সহসম্পাদক লিয়াকত শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর