বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

এসএসসির অতিরিক্ত ফি ফেরত দেওয়ার নির্দেশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) অংশ নিতে শিক্ষার্থীদের কাছ থেকে যেসব বিদ্যালয় ফরম পূরণ বাবদ শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত ফি নিয়েছে- তা আগামী ২০ জানুয়ারির মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে আদায় করা ওই অর্থ ফেরত না দেওয়া হলে সেই স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটি বাতিল করা হবে। বাতিলকৃত কমিটির সদস্যরা আগামী তিন বছর কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা মনোনীত হতে পারবেন না। এ বিষয়ে ১ ফেব্র“য়ারি পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের আদেশে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বাড়তি ফি আদায়ের বিষয়ে ব্যাখ্যা দিতে রাজধানীর স্কুলগুলোর প্রধান ও সভাপতিরা গতকাল হাজির হন। হাইকোর্টের আদেশেও বাড়তি ফি আদায় বন্ধ না করার বিষয়ে ব্যাখ্যা দিতে রাজধানীর ২৬টি স্কুলের প্রধান ও কমিটির সভাপতিদের ১৪ ডিসেম্বরের আদেশে তলব করেন আদালত। এরমধ্যে ছয়টি স্কুল বাড়তি ফি ফেরত দিয়েছে। বাকি ২০টি স্কুলের মধ্যে অধিকাংশ স্কুলের প্রধান বা সভাপতি গতকাল হাইকোর্টে হাজির হন। হাজির হওয়া স্কুলগুলোর প্রধান ও সভাপতিদের মধ্যে ছিলেন ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি, উদয়ন স্কুলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। জানা গেছে, যেসব প্রতিষ্ঠান অতিরিক্ত ফি ফেরত দেয়নি সেগুলো হচ্ছে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয়, আলীমউদ্দিন উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, বাংলা স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রায়হান কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, আহমেদ বাওয়ানী একাডেমি, ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় এবং মোহাম্মদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। যে ছয়টি স্কুল বাড়তি ফি ফেরত দিয়েছে সেগুলো হলো- জান্নাত একাডেমি, দ্য চাইন্ড ল্যাব স্কুল, মাইলস্টোন কলেজ, হাজী মিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাব হাইস্কুল এবং ওয়াইডব্লিউসিএ স্কুল। শুনানিতে মেননের পক্ষে আইনজীবী শ ম রেজাউল করিম ও আরেফিন সিদ্দিকের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল বিশ্বজিৎ রায়।

সর্বশেষ খবর