সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

শাবি খুললেও আতঙ্ক কাটেনি হয়নি ক্লাস পরীক্ষা

আবারও সংঘর্ষের আশঙ্কায় শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনার প্রায় দুইমাস বন্ধ থাকার পর ছাত্ররাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ করে গতকাল খুলেছে ক্যাম্পাস। তবে ক্যাম্পাসে আতঙ্ক কাটেনি পুরোপুরি। এজন্য ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম। কোনো বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় দীপায়ন দত্ত রুমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার এসআই আতাউর রহমান।

জানা গেছে, ক্যাম্পাস খুললেও ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে একজন নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখনো তাদের প্রতিবেদন দাখিল করতে পারেনি। কবে নাগাদ তদন্তের কাজ শেষ হবে তাও জানাতে পারেননি কমিটির প্রধান অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এ অবস্থায় শনিবার ছাত্রদের তিনটি হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ছাত্রলীগের বিবদমান দু'পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় আবারও ক্যাম্পাস উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাস খুললেও ছাত্ররাজনীতি নিষিদ্ধে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

সর্বশেষ খবর