সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
এপ্রিল-মে’তে স্মার্ট কার্ড

তথ্য সংশোধনের সুযোগ পাচ্ছেন ভোটাররা

সব ভোটারকে কাগুজে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে স্মার্ট কার্ড দেওয়ার আগে ভোটার তথ্য সংশোধনের সুযোগ দেবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে খুব শীঘ্রই অনলাইন বা ইসির সংশ্লিষ্ট অফিসে আবেদন করে ভোটার তথ্য সংশোধনের বিশেষ সুযোগ দেওয়ার উদ্যোগ নিচ্ছে ইসি। আগামী স্বাধীনতা দিবসে প্রতীকী স্মার্ট কার্ড বিতরণের মধ্য দিয়ে এপ্রিল-মে মাসের মধ্যেই সাধারণ নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু করতে চায় নির্বাচন কমিশন। এদিকে স্মার্ট কার্ডের মাধ্যমে সরকারি সব অনলাইন সুবিধা, চাকরির জন্য আবেদন, ব্যাংক হিসাব খোলা এবং পাসপোর্ট তৈরি, ই-গভর্নেন্স ও ই-পাসপোর্ট সেবাসহ মোট ২৫টি  সেবা নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন এসব তথ্য জানান।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, আগামীকাল (আজ) কমিশনের একটি বৈঠক আছে। বিষয়টি  বৈঠকে আমরা উত্থাপন করব। বৈঠকে পাস হলেও এ সপ্তাহেই  ভোটারদের এ সুযোগ দেওয়া হবে। ভোটাররা ছবিসহ ফরমপূরণের সময় যেসব তথ্য প্রদান করেছেন সেগুলোও দেখতে পারবেন এবং সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। তিনি বলেন, সংশোধনের জন্য কাউকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে না। তাদের আবেদনের সময় একটি সময় জানিয়ে দেওয়া হবে। স্মার্ট কার্ড প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য হলো সব নাগরিকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য জাতীয় পরিচয়পত্র ব্যবস্থা চালু করা, অধিকতর দক্ষ ও স্বচ্ছ সেবা প্রদানে কাজ করা। তিনি বলেন, অধিকতর নিরাপত্তার বিষয়টি বিবেচনায়  রেখে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার জন্য আটটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন ও স্ট্যান্ডার্ড নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, প্রস্তাবিত জাতীয় পরিচয়পত্রের তিন স্তরে মোট ২৫টি নিরাপত্তা  বৈশিষ্ট্য সন্নিবেশিত আছে। আমরা এখন যে পরিচয়পত্র দিয়েছি  সেটি জাল করার প্রবণতা দেখা গেছে। কিন্তু স্মার্ট কার্ডের ক্ষেত্রে  সেটি সম্ভব হবে না। স্মার্ট কার্ডের মধ্যে যে মাইক্রোচিপস দেওয়া আছে তার মধ্যে একজন নাগরিকের সব তথ্য দেওয়া আছে। সরকারি সব অনলাইন সুবিধা, চাকরির জন্য আবেদন, ব্যাংক হিসাব খোলা এবং পাসপোর্ট তৈরি, ই-গভর্নেন্স ও ই-পাসপোর্ট  সেবাসহ মোট ২৫টি সেবা প্রাথমিকভাবে পাওয়া যাবে। তবে এ  সেবার পরিধি আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইসি।

সর্বশেষ খবর