শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সারা দেশে স্বাধীনতা দিবস উদযাপিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সারা দেশে শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর : সিলেট : স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট শহীদ মিনারে শহীদ মিনার বাস্তবায়ন কমিটি, সিলেট সিটি করপোরেশন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনের কর্মকর্তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।  বরিশাল : মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় প্রশাসন, রেঞ্জ ও মেট্রো পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং জেলা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। রাজশাহী : নগরীর ভুবন মোহন পার্কে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, নগর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক ফেডারেশন, ন্যাপ, জাসদ, রাজশাহী ওয়াসা, জাতীয় যুব জোট। কুমিল্লা : নগরীর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, জেলা পরিষদ প্রশাসক আলহাজ ওমর ফারুক, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফসহ আওয়ামী লীগ, দক্ষিণ জেলা বিএনপি, কুমিল্লা সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় : উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পঞ্চগড় : বাংলাদেশের জাতীয় পতাকা হাতে জাতীয় সংগীত গেয়ে ৪৪তম স্বাধীনতা দিবস উদযাপন করে পঞ্চগড়ের ভারতীয় ছিটমহলবাসী। গতকাল দুপুরে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আয়োজনে ৫৯ নং পুঁঠিমারী ছিটমহলে এ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া ঠাকুরগাঁও, রাঙামাটি, গোপালগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, মাদারীপুর, দিনাজপুর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, নোয়াখালী, রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জে লাল-সবুজের বিশাল পতাকা নিয়ে শিবিরের শো-ডাউন : মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে লাল-সবুজের পতাকা নিয়ে বিশাল শো-ডাউন করেছেন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তবে তারা বিজয়স্তম্ভে ফুল দিতে যাননি।
গতকাল সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু সড়কের গুলশান সিনেমা হলের সামনে থেকে বের হওয়া মিছিলটি নিতাইগঞ্জ গিয়ে শেষ হয়। ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরের ব্যানারে ওই মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলের নেতৃত্বে ছিলেন শিবির মহানগর কমিটির সভাপতি যুবায়ের হোসেন। মিছিলে কয়েকটি বিশাল আকৃতির জাতীয় পতাকা বহন করা হয়। মিছিলে অংশগ্রহণকারী অনেক নেতাকর্মী লাল-সবুজের ছোট জাতীয় পতাকাও বহন করেন। এছাড়া মিছিলের সামনে ছিল ‘মহান স্বাধীনতা দিবস সফল হউক’ লিখিত ব্যানার।

সর্বশেষ খবর