শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

উন্মুক্ত হলো স্বাধীনতা সংগ্রাম জাদুঘর

উন্মুক্ত হলো স্বাধীনতা সংগ্রাম জাদুঘর

যে স্থানটিতে পাকিস্তান বাঙালিদের কাছে আত্মসমর্পণ করেছিল সেই সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুত করে দেওয়া হলো স্বাধীনতা সংগ্রাম জাদুঘর। গতকাল দুপুরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এই জাদুঘর উন্মুতের ঘোষণা দেন। এ জাদুঘর মূলত বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন পেক্ষাপট তুলে ধরা হয়েছে। রয়েছে ইতিহাসের সত্য সাক্ষী নানা আলোকচিত্র। এসবের মধ্যে রয়েছে মুঘল আমল থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন সময়ের ছবি। রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ছবিও। জাদুঘরে নজর কাড়বে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং ১৬ ডিসেম্বরে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের বিশাল আকৃতির দুটি ছবি। এ ছাড়া যে টেবিলের ওপর পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন তার অনুকৃতি (রেপ্লিকা)। মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কপিও হৃদয় নাড়াবে এই জাদুঘরে। ১৭৫ কোটি টাকা ব্যয়ে ৬৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ জাদুঘর শনিবার থেকে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। উদ্বোধনকালে সংস্কৃতিমন্ত্রী বলেন, বাঙালির জাতীয় জীবনে একাত্তর সালের মুক্তিযুদ্ধের যে সুগভীর তাৎপর্য তার সঙ্গে সঙ্গতি রেখে স্বাধীনতা স্তম্ভ ও গগনচুম্বী আলোকরশ্মিমালার পরিকল্পনা করা হয়েছে। এর সঙ্গে সংযোজন করা হয়েছে স্বাধীনতা জাদুঘর। গতকাল স্বাধীনতা দিবসের দিনে জাদুঘরে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দর্শনার্থীও। সন্তানদের নিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিভিন্ন ইতিহাস সম্পর্কে সন্তানদের পরিচয় করিয়ে দিতে দেখা গেছে অভিভাবকদের। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে এ জাদুঘর পরিচালিত হবে। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে গণপূর্ত বিভাগ। এতে প্রবেশমূল্য হিসেবে মাত্র ১০ টাকা নির্ধারিত থাকলেও ১২ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য প্রবেশমূল্য দুই টাকা। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজুর রহমান, স্বাধীনতা জাদুঘরের স্থপতি মেরিনা তাবাসসুম প্রমুখ।

সর্বশেষ খবর