শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

মোবাইলে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে তিন নির্দেশনা

চার মাসের মধ্যে সব সিমকার্ড নিবন্ধন করতে হবে

জাতীয় নিরাপত্তার স্বার্থে এখন থেকে টেলিযোগাযোগ খাতে যে কোনো ধরনের প্রযুক্তি উন্নয়ন, যন্ত্রপাতি কেনা ও স্থাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত নিতে হবে। এ ছাড়া চার মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংযুক্তির মাধ্যমে দেশের সব মোবাইল ফোন সিমকার্ড নিবন্ধন করতে হবে। ইতিমধ্যে নিবন্ধিত সিম বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সহায়তায় পুনরায় সত্যায়ন করতে হবে সংশ্লিষ্ট অপারেটরগুলোকে। মোবাইল ফোনের মাধ্যমে হুমকি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে এই তিন নির্দেশনা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ৪ মার্চ এসব নির্দেশনা সংবলিত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়।
সূত্র জানায়, মোবাইল ফোনে সন্ত্রাসী কার্যক্রম এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন ও অপরাধ মোকাবিলায় একটি কমিটিও করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও এতে রয়েছেন জাতীয় টেলিফোন মনিটরিং সেল (এনটিএমসি), বিটিআরসি ও এনআইডি প্রকল্পের প্রতিনিধি। চার মাসের মধ্যে মোবাইল ফোনের সব সিমের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সন্দেহজনক মোবাইল ফোন নম্বরটি কার সেটি তাৎক্ষণিকভাবে বের করা যাবে। সূত্র আরও জানায়, এর আগে নিবন্ধিত সিম যেগুলো বৈধভাবে ব্যবহৃত হচ্ছে সেগুলোও নতুন করে সত্যায়ন (ভেরিফিকেশন) করা হবে। সংশ্লিষ্ট মোবাইল অপারেটর বিটিআরসির সহায়তায় এই কাজটি সম্পন্ন করবে। এরপর যথাযথভাবে নিবন্ধিত সিমের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সারা দেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া টেলিযোগাযোগ সেবা-সংক্রান্ত লাইসেন্স, এ সংক্রান্ত উন্নয়ন ও আপগ্রেডেশন, যন্ত্রপাতি কেনা ও স্থাপন ইত্যাদি সংক্রান্ত নীতি প্রণয়নে এনটিএমসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, সন্ত্রাস ও জঙ্গি দমনে ২০১৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জাতীয় টেলিফোন মনিটরিং সেল (এনটিএমসি) করা হয়। এই সেলে এনএসআই, ডিজিএফআই, এসএসএফ এবং র‌্যাবের প্রশিক্ষিত ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। টেলিকমিউনিকেশন আইনের ৯৭ (ক) ধারা অনুযায়ী গঠিত এ সেল অপরাধ কার্যক্রম ও জঙ্গি দমনে মোবাইল ফোন ও টেলিফোন ট্র্যাকিং করে থাকে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তাই যে কোনো ধরনের টেলিযোগাযোগ আপগ্রেডেশনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এনটিএমসির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে করতে হবে। টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেও নতুন সেবা বা লাইসেন্স ইস্যুর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত নিতে হবে।

সর্বশেষ খবর