শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

রানাঘাট গণধর্ষণ ঘটনায় দুজন গ্রেফতার

অবশেষে ১২ দিন পর পশ্চিমবঙ্গের রানাঘাট গণধর্ষণ ঘটনায় জড়িত দুজনকে মুম্বাইতে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতদের নাম মহম্মদ সালিম শেখ ও গোপাল সরকার। গতকাল এক সংবাদ সম্মেলনে সিআইডি পুলিশের ডিআইজি (অপারেশন) দিলীপ আদক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি সিআইডি পিনাকী রঞ্জন দাসের নেতৃত্বে একটি গোয়েন্দা দল মুম্বাইয়ে যায়। এরপর মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সাহায্য নিয়ে বুধবার ভোরে দক্ষিণ মুম্বাইয়ের নাগাপাদা থানার অন্তর্গত ২ নম্বর পীরখানা স্ট্রিট থেকে ৪০ বছর বয়সী সিকান্দর শেখ ওরফে সালিমকে গ্রেফতার করা হয়। সালিম বাংলাদেশের বাসিন্দা হলেও তিনি মুম্বাইতে থাকতেন। জেরায় রানাঘাট ধর্ষণ ঘটনায় সালিম নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। গণধর্ষণ ঘটনা ঘটেছে ১৪ মার্চ। ওইদিন ভোরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি হাইস্কুল নামে একটি মিশনারি স্কুলে হানা দিয়ে লুটপাটের পাশাপাশি এক বৃদ্ধা সন্ন্যাসিনীকে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত।
পরদিন সকালেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৭১ বছর বয়সী ওই সন্ন্যাসিনীকে। ওই ঘটনার পরই নিন্দার ঝড় বয়ে যায় দেশজুড়ে। অবশেষে ঘটনার গুরুত্ব বুঝে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিয়ে এ ঘটনার তদন্তের আর্জি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ২০ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে দিল্লিতে চলে যান রানাঘাটের ওই নির্যাতিতা সন্ন্যাসিনী।

সর্বশেষ খবর